আ’তঙ্কের মাঝেই খুশির খবর। ক’রোনা নাশে এবার ভারতে শুরু হল Covaxin-এর প্রথম পর্যায়ের হিউম্যান ট্রায়াল।সোমবার পটনার AIIMS-এ শুরু হল COVAXIN-এর হিউম্যান ট্রায়াল। লাফিয়ে বাড়ছে কোন আ’ক্রান্তের সংখ্যা। তবে উনাকে দ’মন করতে তৎপর ভারত ।
আর তাই চটজলদি শুরু করা হল COVAXIN-এর হিউম্যান ট্রায়াল।জানা যাচ্ছে, প্রথম পর্যায়ে ৩৭৫ জন স্বেচ্ছাসেবকের উপর Covaxin প্রয়োগ করা হবে।
সূত্রের খবর, প্র’তিষেধ’কের প্রথম ডোজ দেওয়ার পর স্বেচ্ছাসেবকদের ২-৩ ঘণ্টা পর্যবেক্ষণে রাখবেন চিকিৎসকরা। স্বেচ্ছাসেবকদের Covaxin-এর মোট তিনটি ডোজ দেওয়া হবে। তার পর পর্যবেক্ষণে রাখা হবে তাঁদের। পরবর্তী পরিস্থিতি বিবেচনা করে তাদেরকে ছেড়ে দেওয়া হবে।
দু’টি পর্যায়ে মোট ১,১০০ জন স্বেচ্ছাসেবকের উপর Covaxin পরীক্ষামূ’লক ভাবে প্রয়োগ করা হবে। AIIMS ছাড়াও হায়দরাবাদের নিজাম ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস, দিল্লি AIIMS-সহ মোট ১২টি প্রতিষ্ঠানকে নির্বাচিত করেছে ‘ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ’ ।
নিউজ :ভারতীয়দের অসভ্য ভাষায় গালাগাল দিয়ে গান করলেন পাকিস্তানি গায়ক, উত্তাল সোশ্যাল মিডিয়াক’রোনার মধ্যেই আরেক বি’পদ, ধেয়ে আসছে প্রা’ণঘা’তী জায়ান্ট হর্নেটএবার মৃ’ত্যু র’হস্য কাটবে?
একমাস পর সুশান্তের ফরেন্সিক রিপোর্ট হাতে পাচ্ছে মুম্বাই পু’লিশএবার কি মৃ’ত্যুজট কাটবে? একমাস পর সুশান্তের ফরেন্সিক রিপোর্ট হাতে পাচ্ছে মুম্বাই পু’লিশসিবিএসই পরীক্ষায় ১০০ শতাংশ নম্বর পেয়ে রেকর্ড গড়ল দিব্যাংশী,
এটাই ছিল সাফল্যের জাদুকাঠিআবারও বেড়ে গেল সোনার দাম, দেখে নিন আজকের বাজারদর ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ-এর দাবি প্র’তিষেধ’ক তৈরির ক্ষেত্রে কোনও রকম ঝুঁ’কি নেওয়া হচ্ছে না।
প্র’তিষেধ’ক তৈরির ক্ষেত্রে সব রকম নিয়ম-কানুন মেনেই এগোচ্ছে সংস্থাগু’লি। Covaxin-এর সুরক্ষা সম্প’র্কিত সমস্ত দিক বিস্তারিত জানার পরই বাজারে ছাড়ার অনুমতি দেওয়া হবে। সেটা কবে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।